Vaccination: কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিশেষ কোভিড-১৯ টিকাকরণ অভিযান পরিদর্শনে সমবায় মন্ত্রী

 

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২০ জানুয়ারি।। সোনামুড়া মহকুমার কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ ১৫-১৮ বছরের ছাত্রছাত্রীদের কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি পরিদর্শন করেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল।

 

উল্লেখ্য, গতকাল থেকে রাজ্যের সর্বত্র বিশেষ কোভিড-১৯ টিকাকরণ অভিযানে ১৫-১৮ বয়সের ছাত্রছাত্রীদের কোভিড- ১৯ টিকাকরণ শুরু হয়েছে। সমবায় মন্ত্রী শ্রীপাল আজ সোনামুড়া মহকুমার কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছাড়াও সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে কোভিড টিকাকরণ কর্মসূচি পরিদর্শন করেন ও ছাত্রছাত্রীদের কোভিড টিকা গ্রহণে উৎসাহিত করেন।

 

পরিদর্শনের সময় সমবায় মন্ত্রী শ্রীপাল বলেন, রাজ্য সরকার ১৫-১৮ বছরের ছাত্রছাত্রীদের কোভিড টিকাকরণে বিশেষ উদ্যোগ নিয়েছে। এজন্য গতকাল থেকে শুরু হয়েছে বিশেষ কোভিড টিকাকরণ অভিযান। এই অভিযান সফল করে তুলতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রছাত্রীরাই দেশ ও রাজ্যের ভবিষ্যৎ।

 

তাদের সুরক্ষার কথা ভেবেই সরকার এই বিশেষ অভিযানের উদ্যোগ নিয়েছে। পরিদর্শনের সময় সমবায় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস এবং স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের আধিকারিকগণ।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?