স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২০ জানুয়ারি।।কোভিড নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই। স্বাস্থ্যবিধিগুলি যথাযথভাবে মেনে চললে এবং সময় মতো টিকা নেওয়া হলে কোভিডের মতো অতিমারীকে মোকাবিলা করা যায়।
উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ বিশালগড় মহকুমার বিভিন্ন কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
তিনি ছাত্রছাত্রীদের সবাইকে কোভিডের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু নিজে টিকা নিলেই হবে না, অন্যরা যারা আছে তাদেরও টিকা নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। ছাত্রছাত্রীদের বুঝতে হবে টিকা নেওয়ার মানে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখা, পরিবারকে সুস্থ রাখা। তিনি বলেন, ছাত্রছাত্রীদের পড়াশুনার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তারা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এজন্য ইতিমধ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। তাই ছাত্রছাত্রীদের সাবধান থাকতে হবে। রাজ্য সরকার ১৫-১৮ বছরের ছাত্রছাত্রীদের টিকাকরণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।
এতে সামিল হয়ে সবাইকে দ্রুত টিকা নিয়ে নিতে হবে। তবেই নিজে শুধু সুরক্ষিত থাকবে না অন্যকেও সুরক্ষিত রাখা যাবে। উপমুখ্যমন্ত্রী আজ বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল, চড়িলাম স্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জে ভানলাল দোয়াতি, শিক্ষা দপ্তরের উপঅধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশালগড় মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, চড়িলামের বিডিও জয়দীপ চক্রবর্তী প্রমুখ।