অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।। অস্ট্রেলিয়ান সরকার ভিসা বাতিল করায় নেই অস্ট্রেলিয়ান ওপেনের রাজা নোভাক জকোভিচ। নেই টেনিসের আরেক রাজা রজার ফেদেরারও।
সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ে এই দুই তারকাকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ এবার রাফায়েল নাদালের সামনে। সেই অভিযানে দাপটের সঙ্গে ছুটে চলেছেন এই স্প্যানিয়ার্ড।
মেলবোর্ন পার্কের রড লাভার অ্যারেনায় সাবেক বাছাই জার্মানির ইয়ানিক হান্ফম্যানকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নাদাল। রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে কোর্টে নামা ৩৫ বছর বয়সী ষষ্ঠ বাছাই জিতেছেন ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে।
নাদাল তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন ২৮তম বাছাই রাশিয়ার ক্যারেন কাচানভ বা ফ্রান্সের বেনিয়ামিন বোঞ্জিকে।
নাদাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছেন পাঁচবার। তার মধ্যে একমাত্র শিরোপা জিতেছেন ২০০৯ সালে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের এই আসরে পুরুষ এককের চ্যাম্পিয়নদের মধ্যে এবার তিনি ছাড়া আর কেউ নেই।
চোটের কারণে গত বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলেননি নাদাল। তবে এবার ফিরেই শুরু থেকে ছন্দ দেখিয়ে যাচ্ছেন তিনি।