অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।। স্পেনের পূর্বাঞ্চলে একটি বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ১১ জন।
বুধবার প্রথম প্রহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির জরুরি সার্ভিস জানিয়েছে। খবর এএফপি’র।
স্পেনের দমকল বাহিনীর আঞ্চলিক দপ্তরের দেওয়া টুইটার বার্তায় বলা হয়, ভ্যালেন্সিয়ার মনকাদায় অবস্থিত এ বৃদ্ধনিবাসে মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর আগুন ছড়িয়ে পড়ে।
তারা জানায়, এ ঘটনায় পাঁচজন প্রাণ হারান। আরও ১১ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে থাকা ৭০ বাসিন্দার সকলকে উদ্ধার করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, বৃদ্ধনিবাসের অক্সিজেন ইউনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে।