অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারি|| মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতা মারা গেছেন। ৭৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছে তার পরিবার ও সাবেক সহকর্মীরা।
দুই বছর আগে মাইনর স্ট্রোক করেন কেইতা।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। রবিবার রাজধানী বামাকাওয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন কেইতা। এএফপি নিউজ এজেন্সিকে এমনটাই জানায় তার পরিবারের এক সদস্য।
সাত বছর মালির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সরকার বিরোধী বিক্ষোভের পর এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন কেইতা। অর্থনৈতিক সংকট ও বিতর্কিত নির্বাচন কেইতা শাসনের বিরুদ্ধে বিক্ষোভকে উস্কে দিয়েছিল।
তিনি তিন দশকের বেশি সময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৪ থেকে ২০০০ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন কেইতা।