Airport: জনসাধারণের জন্য উন্মুক্ত হল এমবিবি বিমান বন্দরের নতুন সমন্বিত টার্মিনাল ভবন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জানুয়ারি।।

প্রধানমন্ত্রীর হাতে লোকার্পিত এমবিবি বিমান বন্দরের নতুন সমন্বিত টার্মিনাল ভবন এখন বর্ধিত ক্ষমতা, অত্যাধুনিক পরিষেবা ও প্রশস্ত অভ্যন্তরে ত্রিপুরার নানান ঐতিহ্য বিজড়িত গুচ্ছ নৈপুণ্যে সজ্জিত হয়ে, আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হল।

 

সমন্বিত টার্মিনাল ভবনে প্রথম পরিষেবা গ্রহণকারী রূপে, কোলকাতা থেকে রাজ্যে অবতরণ করা ইন্ডিগোর বিমান যাত্রীদের স্বাগত জানান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি জানান, প্রথম যাত্রী হিসেবে এই টার্মিনাল ভবন থেকে কোলকাতার হয়ে মণিপুরের উদ্দেশ্যে যাত্রা করার সুযোগ ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবউজ্জ্বল প্রাপ্তি।

 

আগের তুলনায় প্রায় তিনগুণ বেশি ক্ষমতা সম্পন্ন এই সমন্বিত টার্মিনাল ভবনে, ব্যস্ততম সময়ে প্রায় ১২০০ যাত্রী যাতায়াত করতে পারবে l বিমান যাত্রীদের জন্য আখাউড়া চেকপোস্ট খোলা হলে প্রতিদিন প্রায় ৫০০০ যাত্রী পরিষেবার সম্ভবপর ব্যবস্থা উপলব্ধ রয়েছে এখানে।

 

তিনি আরও জানান, বর্ধিত চেক-ইন কাউন্টার, অত্যাধুনিক লাইন ব্যাগেজ স্ক্রীনিং সিস্টেম, ফুড কোর্ট, চাহিদানুসার খাবার সহ বিশ্বমানের গুচ্ছ আউটলেট যাত্রীসাধারণ ও ভ্রমণকারীদের স্বচ্ছন্দকে সুনিশ্চিতি করবে। যাত্রীদের সুবিধার জন্য নির্বিঘ্ন চলাচল সহায়ক চারটি অ্যারো ব্রিজের পাশাপাশি রয়েছে ছয়টি পার্কিং-বে।

 

বহুপ্রতীক্ষিত আন্তর্জাতিক বিমান বন্দরের স্বীকৃতি মিললেই, আগরতলা থেকে সরাসরি গুয়াহাটি হয়ে ঢাকা, চিটাগাং ও ব্যাংককের সাথে আকাশ পথে সংযুক্তি ঘটবে বলে জানিয়েছেন রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?