অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি|| আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে খেলতে পারেননি গেবানিজ ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াং। চিকিৎসকেরা এই আর্সেনাল তারকার ‘হৃৎপিণ্ডে ক্ষত’ খুঁজে পেয়েছেন।
সম্প্রতি কভিড থেকে সেরে উঠেছেন আউবামেয়াং। যার কারণে আসরে খেলতে পারবেন কিনা তার জন্য ৩২ বছর বয়সী তারকার শারীরিক পরীক্ষা করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের মেডিকেল কর্মকর্তারা।
স্ক্যানে তার হৃৎপিণ্ডে ক্ষত দেখা যায়। যার ফলে ঘানার বিপক্ষে খেলতে পারেননি আউবামেয়াং। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে গেবন।
তবে আর্সেনালের চিকিৎসকেরা গেবনের চিকিৎসকদের জানান, ব্যাপারটি অত মারাত্মক নয় এবং তিনি (আউবামেয়াং) সুস্থ হয়ে উঠছেন।
গত সপ্তাতে আফ্রিকা কাপের আয়োজক দেশ ক্যামেরুনে পৌঁছার পর করোনা পরীক্ষায় পজিটিভ হন আউবামেয়াং। ম্যাচে ফেরার আগে প্রাক-সতর্কতা হিসেবে তার স্ক্যান করা হয়। সেখানেই অউবামেয়াংয়ের হৃৎপিণ্ডে ক্ষতের বিষয়ে জানা যায়।