অনলাইন ডেস্কঃ ৪ সেপ্টেম্বর ।।চেন্নাই সুপার কিংসের জন্য খারাপ খবর৷ ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দুবাই থেকে দেশে ফিরেছেন৷ তাঁর আইপিএল খেলা নিয়ে সংশয় রয়েছে৷ এর মধ্যে সুপার কিংসের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং-এর আইপিএল খেলা নিয়েও দেখা দিল অনিশ্চিয়তা৷
চেন্নাই সুপার কিংস অফ-স্পিনার হরভজনকে মিস করতে পারে৷ কারণ এখনও পর্যন্ত আইপিএলের ১৩তম আসরের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি ভাজ্জি। তবে ফ্র্যাঞ্চাইজির তরফে এখনও হরভজনের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি৷
এর আগে হরভজন ব্যক্তিগত কারণে দলের সঙ্গে দুবাই রওনা হয়নি৷ তবে দু’ সপ্তাহের মধ্যে দলের সঙ্গে তাঁর যোগ দেওয়ার কথা ছিল৷ কিন্তু তিনি দলের সঙ্গে যোগ দেননি৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে সিএসকে-র কন্ডিশনিং ক্যাম্পেও যোগ দেননি ভাজ্জি৷ শোনা যাচ্ছে, তিনি আইপিএল ২০২০ নাও খেলতে পারেন ভাজ্জি৷
সুত্রের খবর, ‘হরভজন এখনও কোনও অফিসিয়াল বার্তা পাঠায়নি৷ আশা করাায় শুক্রবারের মধ্যে দলকে তাঁর না-খেলার কথা জানিয়ে দিতে চলেছেন অভিজ্ঞ এই অফ-স্পিনার৷ তবে টিম ম্যানেজমেন্টকে বলা হয়েছে যে, তারা তাঁকে এবার মিস করতে পারে৷’
গত সপ্তাহে, রায়না দল ছেড়ে দিয়ে দেশে ফিরে আসার খবরটি প্রথম মরশুম থেকেই ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়ার কারণে বড় ধাক্কা খেয়েছিল। সিএসকে বরখাস্ত থাকার সময় তিনি গুজরাত লায়ন্সের হয়ে খেলেছিলেন৷ ২০১৮ সালে সিএসকে লিগে ফিরলে ফের হলুদ জার্সি গায়ে চাপান রায়না৷ ফোল্ডে ফিরেছিলেন।
যদিও বুধবার আইপিএলের ফেরার ইঙ্গিত দিয়েছে সিএসকে-র এই বাঁ-হাতি ব্যাটসম্যান৷ দলের সঙ্গে দুবাইয়ে ফেরার ব্যাপারে আশাবাদীও তিনি৷ তাঁর সঙ্গে যে ফ্র্যাঞ্চাইজির কোনও মতোবিরোধ নেই তাও পরিষ্কার করে দিয়েছিলেন রায়না৷ যদিও রায়নার দলে ফেরার বিষয়টি টিম ম্যানেজমেন্টের উপরই ছেড়ে দিয়েছে সিএসকে ফ্র্যাঞ্চাইজি মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসন৷