অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সাত ধাপ উঠে এল ভারতের পাসপোর্ট। এবার ভারতীয় পাসপোর্ট নিয়ে বিশ্বের মোট ৮৩ টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে।
হেনলে পাসপোর্ট ইনডেক্স (Henley Passport Index-)প্রতিবছর বিভিন্ন দেশের পাসপোর্টকে এই র্যাঙ্কিং দিয়ে থাকে। ২০২২ এ ভারতের স্থান ৮৩।
দেশের পাসপোর্ট তালিকায় যত উপরের দিকে থাকবে– সেই দেশের নাগরিকেরা বিনা ভিসায় তত বেশি দেশে যেতে পারবেন। যেমন জাপান কিংবা সিঙ্গাপুরের নাগরিকেরা প্রায় ১৯২টি দেশে যেতে পারবেন বিনা ভিসায়। এই তালিকায় সবার নীচে আফগানিস্তান।
ভারতের পাসপোর্টের র্যাঙ্ক ২০২১ সালের নিরিখে প্রায় সাত ধাপ উঠেছে৷ গতবছর Henley’র তালিকায় এই পাসপোর্টের র্যাঙ্ক ছিল ৯০। ২০২০ সালে এই পাসপোর্টের র্যাঙ্ক ছিল ৮৪।
২০২০ থেকে ২০২১ সালে পাসপোর্টের র্যাঙ্ক প্রায় ৬ ধাপ পড়েছিল। চলতি বছরের আগে ২০১৬ সালে ভারতীয় পাসপোর্ট সবথেকে ভালো অবস্থানে ছিল। র্যাঙ্ক ছিল ৮৪। ভারতের সঙ্গে সে বছর একই অবস্থানে ছিল মালি এবং উজবেকিস্তান।
ভারতের বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী, ভিসা ছাড়াই ভারতীয় নাগরিকেরা প্রায় ৬০টি দেশে ভ্রমণ করতে পারেন। আগে যে দেশগুলি ছিল তার সঙ্গে নয়া সংযোজন হল ওমান এবং আর্মেনিয়া। এই দেশগুলিতেও এবার থেকে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় নাগরিকেরা। প্রসঙ্গত ২০০৬ সাল থেকে ৩৫ টি নতুন দেশ সংযোজিত হয়েছে এই বিনা ভিসায় ভ্রমণের তালিকায়।