অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। অনেক মানুষের কাছে ওমিক্রন সাধারণ ঠাণ্ডার মতো মনে হবে। অনেকে বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর তাদের গলা শুকিয়ে যাওয়া, সর্দি লাগা, শরীরের জয়েন্টে ব্যথা বা মাথা ব্যথা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের লক্ষণগুলো খুবই হালকা ধরনের হয়। ডেল্টা বা অন্য ধরনগুলোর মতো প্রকট নয়। অনেকের ফুসফুসের ওপরের দিকে ব্যথা হতে পারে। সাধারণত সিকোয়েন্সিং করে এটা শনাক্ত করা যায়।
এর আগের করোনার ধরনগুলোয় আক্রান্ত হলে স্বাদ বা গন্ধ চলে যাওয়ার ঘটনা ঘটত। এছাড়া কাশি ও উচ্চ তাপমাত্রার জ্বর হত। এখনও করোনার ক্ষেত্রে এই তিনটিই প্রধান লক্ষণ। চিকিৎসকরা বলছেন, ওমিক্রনে আক্রান্ত হলে অনেক সময় হালকা ঠাণ্ডা বা সাধারণ অসুস্থতার মতো ঘটনাও ঘটতে পারে।
প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হচ্ছে। চার দিন আগে বিশ্বব্যাপী সর্বোচ্চ ২৭ লক্ষ মানুষের করোনা শনাক্তের রেকর্ড হলেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত একদিনে প্রায় ২৮ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্বে নতুন সংক্রমিতদের নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়ে গেছে।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩ হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লক্ষ ২০ হাজার ৭৫১ জনে।