অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। বদলি হিসেবে মাঠে নেমে ইন্টার মিলানকে ইতালিয়ান সুপার কাপের শিরোপা এনে দিলেন আলেক্সিস সানচেজ। ঘরের মাঠ সান সিরোতে অতিরিক্ত সময়ে চিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত গোলে জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠে সিমোনে ইনজাঘির দল। ২০১০ সালের পর এই প্রথম সুপার কাপ জিতল ইন্টার।
সান সিরোতে এসে ইতালিয়ান কোচের এটি প্রথম শিরোপা।
এ নিয়ে কোচ হিসেবে তিনবার সুপার কোপা জিতলেন তিনি। এর আগে ৪৫ বছর বয়সী কোচের অধীনে জুভেন্টাসকে হারিয়ে দু’বার এই শিরোপা জিতেছিল লাৎসিও। গত গ্রীষ্মে ইন্টারকে সিরি’আ জেতানো কোচ আন্তনিও কন্তের পরিবর্তে সান সিরোতে আসেন ইনজাঘি।
নেরাজ্জুরিদের জয়ের নায়ক সানচেজ মাঠে নামেন ৭৫তম মিনিটে। ম্যাচ তখন ১-১ গোলে সমতায়। ২৫তম মিনিটে হেডে জুভদের এগিয়ে দিয়েছিলেন ওয়েস্টন ম্যাককেনি। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে ইন্টার।
এডিন জেকো ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় নেরাজ্জুরিরা। ৩৫তম মিনিটে স্পট-কিক থেকে জাল খুঁজে নেন লওতারো মার্তিনেজ।
নির্ধারিত সময় আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বদলি হিসেবে মাঠে নেমে জুভেন্টাসের দুই ডিফেন্ডারের ভুলে ১২১তম মিনিটে গোল করে ইন্টারকে জয় এনে দেন সানচেজ।