অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। করোনাভাইরাস এক সময় মৌসুমী সর্দি-জ্বরের মতো হয়ে যাবে। তবে এর আগে শেষ হতে হবে ওমিক্রনের সংক্রমণ। এ কথা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি বিশেষজ্ঞ বিল গেটস।
বর্তমানে ওমিক্রন ভেরিয়্যান্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বে রেকর্ডভাঙা গতিতে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞরা এমনও বলছেন, দুই মাসের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ ওমিক্রনে আক্রান্ত হবে। এর মাঝেই আশাবাদ কথা শোনালেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
সিএনবিসি জানায়, এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক জনস্বাস্থ্য বিভাগের প্রধান দেবী শ্রীধরের সঙ্গে টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন বিল গেটস।
তিনি লেখেন, “দেশে দেশে ওমিক্রনের ঢেউয়ে স্বাস্থ্য ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, গুরুতর আক্রান্ত হচ্ছে টিকা না নেওয়া লোকজনই। একবার কোনো দেশে ওমিক্রনের সংক্রমণ হয়ে গেলে, সে দেশে বছরের বাকি সময়ে সংক্রমণের হার অনেক কমে যাওয়ার কথা। সে ক্ষেত্রে কভিডকে তখন মৌসুমী ফ্লু’র মতো দেখা যেতে পারে। ”
এ দিকে কিছু বিশেষজ্ঞ বলেছেন, ওমিক্রনের দ্রুত বিস্তার বিপজ্জনক হলেও এর মধ্য দিয়ে মানুষের মধ্যে তথাকথিত ‘প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা’ তৈরি হবে। এভাবে একটা সময় কভিড মহামারির গুরুতর পরিস্থিতির অবসান হবে।
বিল গেটসও প্রশ্নোত্তরে বলেন, ‘ওমিক্রনের সংক্রমণ অন্তত আগামী বছরের জন্য যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। ’
আরও বলেন, মহামারি পর্যায় শেষ হয়ে গেলে আমাদের হয়তো কিছু সময়ের জন্য প্রতিবছর কভিডের টিকা নিতে হতে পারে, যেভাবে বাৎসরিক ফ্লু’র টিকা নেওয়া হয়।