স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১২ জানুয়ারি।। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে আজ সোনামুড়া মহকুমা এলাকার ৬টি সাবস্টেশনের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মা। উদ্বোধনের পর উপমুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে সঠিক বিদ্যুৎ পরিষেবা প্রদান করার লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার এ রাজ্যের সাধারণ মানুষের কাছে সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলছে।
তিনি জানান, বিদ্যুৎ এর মাশুল না বাড়িয়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিষেবা চালু রাখার লক্ষ্যে বিদ্যুৎ নিগম নতুন দিশা নিয়ে কাজ করে চলেছে। তিনি জানান, এরাজ্যের বিভিন্ন এলাকাতে এখন পর্যন্ত ১২ হাজার সোলার স্ট্রিট লাইট বসানো হয়েছে এবং আরও ১৫ হাজার সোলার স্ট্রিট লাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ মানুষকে বিদ্যুৎ পরিষেবা প্রদান করার লক্ষ্যে এখন পর্যন্ত ১ লক্ষ ৩৬ হাজার পরিবারকে সৌভাগ্য বিদ্যুৎ যোজনার আওতায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবার কাজ আরও উন্নত করে তোলার জন্য ৩২টি সাবস্টেশন নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং এর মধ্যে ২০টি সাবস্টেশন নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে এবং ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ড. এম এস কেলে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের বিভিন্ন উন্নয়নমূলক তথ্যচিত্র তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিকন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুভাষ দাস এবং সোনামুড়া মহকুমার মহকুমা শাসক রতন ভৌমিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আজ উদ্বোধন করা বিদ্যুৎ দপ্তরের ৬টি সাবস্টেশন হল ১৩২ কেভি রবীন্দ্রনগর সাবস্টেশন, ১৩২ কেভি উদয়পুর সাবস্টেশন, ৩৩ কেভি এডিসি হেড কোয়ার্টার সাবস্টেশন, ১৩২ কেভি রুখিয়া সাবস্টেশন, ৩৩ কেভি চারিপাড়া সাবস্টেশন এবং ৩৩ কেভি রাজকান্তি সাবস্টেশন।