স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১২ জানুয়ারি।। মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সভাপতিত্বে মোহনপুর ব্লকের মোহিনীপুর মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্প বাস্তবায়ণের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, মোহিনীপুর পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান, মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর ব্লকের বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার, কৃষি, পূর্ত, পানীয় জল ও স্বাস্থ্যবিধান, জল সম্পদ, প্রাণী সম্পদ বিকাশ, সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা, বিদ্যুৎ, শিক্ষা দপ্তরের আধিকারিকগণ।
সভায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্প রূপায়ণে সকলের সহযোগিতা কামনা করেন। এই প্রকল্প রূপায়ণে বিভিন্ন দপ্তরকে ২৫ জানুয়ারির মধ্যে নিজ নিজ পরিকল্পনা শেষ করার নির্দেশ দেন।
সভায় মোহনপুর ব্লকের বিডিও মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্প বাস্তবায়ণে পঞ্চায়েত এলাকার আর্থ সামাজিক মান উন্নয়ন কিভাবে করা যায় তার বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ তাদের নিজ নিজ দপ্তরের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।