অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি|| কমপক্ষে পাঁচ মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন টম কারান। পিঠের নিচের দিকে চোটের কারণে জুনের শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডারকে।
মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে সারে কাউন্টি ক্রিকেট ক্লাব।
গত বছরের ১৫ ডিসেম্বর, বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে খেলার সময় ব্যথা পান কারান।
যার জন্য ঘরে ফিরতে হয় তাকে। এরপর লন্ডনে স্ক্যান করে জানতে পারেন তার পিঠের চোট সম্পর্কে।
এবার লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকতে হওয়ায় কারান খেলতে পারবেন না ২০২২ আইপিএল। কাউন্টি মৌসুমের শুরুতেও তাকে দেখা যাবে না। এদিকে তার ক্লাব সারে জানিয়েছে, ২৫ মে থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাস্টের আগে ক্রিকেটে ফিরতে পারবেন না ২৬ বছর বয়সী পেসার।
টম কারানকে নিয়ে লম্বা হলো ইংলিশ ক্রিকেটারদের চোটাক্রান্তদের তালিকাটা। আগে থেকে চোটে পড়ে মাঠের বাইরে তার ভাই স্যাম কারান এবং জোফরা আর্চার।