অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান মরিস। ৩৪ বছর বয়সী এই তারকা বলেছেন, ঘরোয়া দল টাইটানসের কোচ হিসেবে কাজ শুরু করতেই এই সিদ্ধান্ত তার।
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে গেলেও ২০১৯ সালের জুলাইয়ের পর থেকে আর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে মরিস লিখেন, ‘আমার এই যাত্রায় ছোট বা বড়, যারা এতটুকুও অবদান রেখেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই সফরটা খুবই সুন্দর ছিল। ’
পাশাপাশি তিনি যে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে টাইটানস দলে কোচের ভূমিকায় যুক্ত হতে চলেছেন, সে কথাও স্পষ্ট করেন মরিস।
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে অলরাউন্ডার মরিস ৪২ ওয়ানডে ম্যাচে ৪৮ উইকেট নেওয়ার পাশাপাশি ৪৬৭ রানও করছেন। টেস্টে ৪ ম্যাচে সংগ্রহ ১৭৩ রান ও ১২ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২৩টি। ৩৪ উইকেটের সঙ্গে এই ফরম্যাটে তার রান ১৩৩।