অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। আর্থিক সংকটের মধ্যে পড়ে চীনের কাছে শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠনের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রবিবার কলম্বোতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এই আহ্বান জানান।
রাজাপাকসের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট জানিয়েছেন, অর্থনৈতিক সংকটের মধ্যে কোভিড-১৯ মহামারির এই পরিস্থিতিতে ঋণ পুনর্গঠন করা হলে তার দেশের জন্য একটি স্বস্তির বিষয় হবে। ’
বিবৃতিতে জানানো হয়, চীনের কাছে রপ্তানি পণ্যে ‘রেয়াতি’ সুবিধা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
গত বছর চীনে ৩৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে শ্রীলঙ্কা।
বৈঠকে চীনের পর্যটকদের শ্রীলঙ্কায় ভ্রমণের অনুমতি দেওয়ারও আহ্বান জানান রাজাপাকসে। তিনি বলেন, তার দেশে কঠোরভাবে কোভিডবিধি মেনে চলা হচ্ছে।
মহামারীর আগে শ্রীলঙ্কার সবচেয়ে বেশি পর্যটক আসত চীন থেকে। চীন থেকেই সবচেয়ে বেশি পণ্য আমদানি করে আসছিল দেশটি।
গত এক দশকে সড়ক, সমুদ্র বন্দর ও একটি বিমানবন্দরসহ শ্রীলঙ্কার বিভিন্ন প্রকল্পে ৫০০ কোটি ডলারের বেশি ঋণ দিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন।
সমালোচকেরা বলছেন, শ্রীলঙ্কায় সেই ঋণের অর্থ অপ্রয়োজনীয় প্রকল্পে খরচ করা হয়েছে, যেখান থেকে আয় আসছে সামান্য।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশীদার শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ চীনের এই উদ্যোগকে দরিদ্র্য দেশগুলোর জন্য একটি ‘ঋণের ফাঁদ’ হিসেবে অভিযোগ করে আসছে।