অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। করোনার আগের ভয়াবহ স্মৃতিই এখনও রয়ে গেছে মানুষের মনে। রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা দাপট। সেই সংঙ্গে দ্রুতগতিতে চলেছে ওমিক্রনের সংক্রামণ।
এই অবস্থায় হরিদ্বারে সংক্রান্তির স্নানে নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার। আগামী ১৪ জানুয়ারি এই সংক্রান্তির স্নান হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতির কথা চিন্তা করেই তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হরিদ্বারের ডিএম বিনয় শঙ্কর পান্ডে কর্তৃক জারি করা একটি আদেশ অনুসারে, ‘হর কি পউরি’ এলাকায় প্রবেশও সীমাবদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ১৪ জানুয়ারি রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জেলায় একটি নাইট কারফিউ জারি করা হবে। করোনা ও ওমিক্রনের হুমকির কথা উল্লেখ করে বলা হয়েছে করোনার নতুন রূপটি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে।
একটি বিবৃতিতে জানানো হয়েছে, “করোনা সংক্রমণের কার্যকর নিয়ন্ত্রণের জন্য জারি করা নির্দেশিকাগুলির পরিপ্রেক্ষিতে এবং ধর্মীয় উদ্দেশ্যে গণসমাবেশের কঠোর নিষেধাজ্ঞায়, চলতি বছর আয়োজিত ‘মকর সংক্রান্তি অথবা স্নান, ১৪ জানুয়ারী’ জেলা প্রশাসনের দ্বারা নিষিদ্ধ করা হয়েছে।” বলা ভালো মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের জন্য লক্ষাধিক মানুষ ভিড় জমান। তবে করোনার এই আবহে এই ধরনের জমায়েত একেবারেই উচিত নয়।
দেশের মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে হরিদ্বার প্রশাসন চলতি বছর মকর স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। সোমবারই এই সংখ্যাটা ছিল, ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। সেই নিরিখে কিছুটা হলেও সংক্রমণ কমেছে গোটা দেশে।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৬ জন। কেরলে ও বঙ্গে যথাক্রমে ৩৫০ ও ২৭ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। একদিনে দেশে সংক্রমণের পজিটিভিটি রেট ১০.৬৪ শতাংশ। রাজ্যেও সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন।