Corona: করোনার মাঝে গোপনে মদের পার্টি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি|| ২০২০ সালের মে মাসের ঘটনা। ব্রিটেনজুড়ে তখন লকডাউন চলছে। জমায়েত, পার্টি সবকিছুর উপরই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সময় সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ৪০ জনকে নিয়ে গার্ডেন পার্টি করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

গত সপ্তাহে প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা ডমিনিক কামিংসের একটি ব্লগে ২০ মে বুধবারের ওই পার্টির বিষয়টি প্রথম প্রকাশিত হয়।

 

এখন আইটিভি নিউজ জানাচ্ছে, ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় অতিথিদের। সেই ইমেল তারা দেখেছে। ‘ব্রিং ইয়োর ওন অ্যালকোহল’ (নিজের মদ নিজে আনো) গার্ডেন পার্টির আয়োজন করেছিলেন জনসন।

 

সে সময় মাত্র দুইজন বাড়িতে মিলিত হতে পারতেন। পাব, রেস্তোরাঁ সব বন্ধ। তখন জনসন এই পার্টি করেন।

 

প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস এই ইমেইল একশজনেরও বেশি কর্মীকে পাঠিয়েছিলেন। সেই ইমেইলে বলা হয়েছিল, ‘ভয়ংকর ব্যস্ত সময়ের পর সুন্দর আবহাওয়ার সুযোগ নিন।

 

আমরা সামাজিক দূরত্ব মেনে ১০ নম্বরের বাগানে সন্ধ্যায় সমবেত হবো। দয়া করে ছয়টার সময় আসবেন এবং নিজের মদ নিজে নিয়ে আসবেন’।

একই দিনে যুক্তরাজ্যের তৎকালীন সংস্কৃতি সচিব অলিভার ডাউডেন ডাউনিং স্ট্রিটে করোনভাইরাস নিয়ে ব্রিফিং দিয়েছিলেন। ব্রিফিংয়ে তিনি বলেছিলেন যে, যুক্তরাজ্যে আগের ২৪ ঘন্টায় কোভিডের কারণে আরও ৩৬৩ জন মারা গেছেন।

 

ব্রিফিংয়ে, তিনি জনসাধারণকে বলেছিলেন, ‘আপনারা বাড়ির বাইরে বা পাবলিক প্লেসে কারো সঙ্গে দেখা করতে গেলে অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখবেন’।

 

আইটিভি জানিয়েছে, জনসন ও তার স্ত্রী সহ মোট ৪০ জন সে দিন পার্টি করেছিলেন।

 

জনসনের বিরুদ্ধে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ নতুন নয়। ২০২০ সালে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করেছেন বলে অভিযোগ। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এরকম পাঁচটি পার্টির অভিযোগ নিয়ে তদন্ত করছেন।

 

সোমবার বরিস জনসনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ও তার স্ত্রী কি করোনা বিধিভঙ্গ করে পার্টি ক/রেছিলেন? তার কোনো জবাব প্রধানমন্ত্রী দেননি।

 

তবে বিরোধী দলগুলি বরিস জনসনের তীব্র সমালোচনা করেছে। বিরোধী লেবার পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি সকলেই বরিসের সমালোচনায় মুখর হয়েছে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?