অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। ইরান গোপনে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে এমন অভিযোগ ওঠার পর এ বিষয়ে প্রমাণ পেয়েছে জাতিসংঘ। দা ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাত দিয়ে রবিবার আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি আরব সাগরে জব্দ করা হাজারের অধিক অস্ত্র তেহরানের কোনো বন্দর থেকে এসেছে বলে প্রমাণ পেয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেন ছাড়াও অন্য দেশেও অস্ত্র সরবরাহ করছে ইরান।
প্রসঙ্গত, ইয়েমেনে ২০১৪ সাল থেকে অস্থিরতা বিরাজ করছে।
সেদেশে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মার্কিন-সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিরুদ্ধে এখনো যুদ্ধে লিপ্ত রয়েছে। জাতিসংঘ ২০১৫ সালে হুথিদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইয়েমেনে কাজ করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি গোপন রিপোর্টের বরাত দিয়ে দা ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইয়েমেনে জলপথ ও স্থলপথ দিয়ে গোপনে রাশিয়া, চীন এবং ইরানের অস্ত্র সরবরাহ কার্যক্রম চলছে। অস্ত্রের মধ্যে রয়েছে রকেট লঞ্চার, মেশিনগান এবং স্নাইপার রাইফেল।
তেহরান এই অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে। যদিও তেহরান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, ইয়েমেনের এক হুথি কর্মকর্তা ইরানের বিরুদ্ধে অস্ত্র চোরাচালানের অভিযোগকে ‘একটি বিভ্রম’ বলে মন্তব্য করেছেন।
হুথিদের তথ্য মন্ত্রণালয়ের উপপ্রধান নাসর আল-দিন আমির বলেছেন, ‘করোনার জন্য এখন অধিকাংশ সমুদ্রবন্দর এবং বিমানবন্দর বন্ধ, তাহলে ওই কথিত অস্ত্রগুলো কীভাবে আমাদের কাছে পৌঁছেছে? এটি একটি হাস্যকর ও ভিত্তিহীন অভিযোগ। ’