অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর মাঠে গড়াবে ২৭ জানুয়ারি থেকে। আর সেই আসরে খেলার বিষয়ে নিজেদের ক্রিকেটারদের ছাড়পত্র দেয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সিএসএ।
১৮ ডিসেম্বর পিএসএলের মূল ড্রাফট অনুষ্ঠিত হলেও টুর্নামেন্ট শুরুর আগে মিনি ড্রাফট থেকে দুজন করে ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো।
৮ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠেয় মিনি ড্রাফটের তালিকায় সবার উপরে ছিলেন দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার।
তালিকাভুক্ত ৩৬৭ ক্রিকেটারের তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ডেভিড মিলার, তাবরাইজ শামসিরা। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার ফলে কদিন আগেই স্থগিত করা হয়েছে মানজি সুপার লিগ (এমএসএল)।
ঘরোয়া এই টুর্নামেন্ট না হওয়ায় প্রোটিয়া ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল পিএসএলে।