অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারি।। ঝাড়খন্ড বিধান সভায় পাস হয়ে গিয়েছে মব লিনচিং বিল। এই অপরাধে কঠোর সাজার কথা বলা হয়েছে। কিন্তু তাতে বন্ধ হয়নি নিগ্রহ। শুক্রবার ধানবাদে জিশান(৩২) নামে এক যুবককে মারধর করে জয় শ্রী রাম স্লোগান দিতে বাধ্য করে বিজেপির লোকেরা। একইসঙ্গে তাকে থুতু চাঁটতেও বাধ্য করা হয়।
জিশান বর্তমানে মানসিক ভারসাম্যহীন। এমন একজনকে মারধর করে রামের নামে রণহুঙ্কার দিয়েছে বিজেপি কর্মীরা। ধানবাদের বিজেপি বিধায়ক রাজ সিনহা এবং ধানবাদের সাংসদ পি এন সিংয়ের উপস্থিতিতে এই ঘটনা ঘটায় নিন্দার ঝড় বইছে। সেই ছবি ভাইরালও হয়েছে।
ভিডিও দেখে অবশ্য হেমন্ত সোরেনের পুলিশ জিতু শাও নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশে বলেছেন, অবিলম্বে তদন্ত করে অপরাধীদের পাকড়াও করতে হবে। তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে।
জিসানের ভাই রেহান জানিয়েছেন, তাদের গোটা পরিবার আতঙ্কে রয়েছে। মিডিয়াতে খবর হওয়ায় আতঙ্ক বেড়েছে। তার ভাইকে মারধর করে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার ভিডিও দেখে তারা অবাক হয়ে যান। কীভাবে এমনটা ঘটল তাও প্রাথমিকভাবে বুঝে উঠতে পারেননি রেহান।
তিনি বলেন, তাঁর ভাই জিশান জুম্মার নামায পড়ার জন্যে বের হয়েছিল। মসজিদেও গিয়েছিল। কিন্তু সে যে কখন মসজিদ থেকে বের হয়ে গিয়েছিল তা আমার বুঝতে পারিনি। রেহান জানান, জিশান মানসিক সমস্যায় ভুগছে।
এক সময়ে চেন্নাইতে সে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিল। কিন্তু শেষ করতে পারেনি। তখন তার মানসিক সমস্যা দেখা দেয়। হঠাৎ হঠাৎ ওর মুড বদলে যায়। চিকিৎসার জন্য ওকে রাঁচির মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।কোভিডের কারণে বাড়ি ফিরিয়ে আনা হয়।