স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৮ জানুয়ারি।। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৈলিয়ামুড়ার দশমীঘাট থেকে ২২ গড়িয়া পর্যন্ত খোয়াই নদীর উপর নির্মিত পাকা সেতু জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রদীপ জ্বালিয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়।
উদ্বোধকের ভাষণে তিনি বলেন, আজ এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবী পূরণ হল। বিশেষ করে এই সেতু উন্মুক্ত হওয়ায় কৃষকদের তাদের উৎপাদিত সামগ্ৰী নিয়ে ২২ গড়িয়া থেকে অনেকটা ঘুর পথে তেলিয়ামুড়া বাজারে আসতে হবে না।
এতদিন কৃষকদের ফসল বিক্রির টাকা যাতায়াতেই খরচ হয়ে যেত। এই সেতু নির্মাণ হওয়ায় ২২ গড়িয়া, দশমীঘাট, গোলাবাড়ির জনগণ বিশেষভাবে উপকৃত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার।
স্বাগত বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার গোলক জমাতিয়া। ১০১ মিটার দীর্ঘ এবং ৬.৪০ মিটার প্রসস্ত এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৮৪ লক্ষ টাকা।