Format: তিন ফরম্যাটের রাঙ্কিং কোহলির ওপরে বাবর

অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি|| ক্রিকেটের তিন ফরম্যাটের (টেস্ট, ওয়ানডে, ও টি-টোয়েন্টি) র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আগেই ভারতের টেস্ট অধিনায়ককে টপকে গিয়েছিলেন ২৭ বছর বয়সী ব্যাটার। এবার আইসিসির সদ্য হালনাগাদ হওয়া টেস্ট র‌্যাঙ্কিংয়েও বাবরকে জায়গা ছেড়ে দিলেন কোহলি।

 

টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ নেমে ৯ নম্বরে আছেন ভারতীয় ব্যাটার।

 

তার রেটিং পয়েন্ট ৭৪৭। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন টেস্টে ২৬.৫০ গড়ে ৫৩ রান করেছেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক।

কোহলির ওপরে আছেন বাবর। একধাপ এগিয়ে অষ্টম স্থানে বসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৭৫০। ওয়ানডে ব্যাটারদেরে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানি অধিনায়ক। টি-টোয়েন্টিতে তিনি আছেন দ্বিতীয় স্থানে।

ওয়ানডের শীর্ষে থাকা বাবরের রেটিং ৮৭৩। ৮৪৪ রেটিং নিয়ে দুইয়ে কোহলি।

 

টি-টোয়েন্টিতে ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাবর। কিন্তু এই তালিকায় সেরা দশে নেই কোহলি। ৬৫৭ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে ভারতীয় ব্যাটার।

দ. আফ্রিকা-ভারতের সেঞ্চুরিয়ন টেস্টের পর টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লোকেশ রাহুল, লুঙ্গি এনগিদি ও টেম্বা বাভুমা। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরে ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন পেসার জসপ্রীত বুমরাহ।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?