অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। আজীবন সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেছেন, সবাইকে একই জায়গায় দিয়েছেন। কংগ্রেস-বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে সমান সখ্যতা ছিল তাঁর। আর সেই প্রণব মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানাতে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এগিয়ে এলেন বিভিন্ন দলের নেতানেত্রীরা। তাঁর বাসভবনে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি শেষশ্রদ্ধা নিবেদন করেছেন সাধারণ মানুষও।
সমগ্র দেশ আজ চিরবিদায় জানায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সেনা হাসপাতাল থেকে বের করা হয় প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ। ৯টা ২০ মিনিটে রাজাজি মার্গের বাসভবনে পৌঁছয় শববাহী শকট। সেখানে বেলা ১টা পর্যন্ত ছিল প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ। করোনা আবহে সামাজিক দূরত্ব-বিধি ও সমস্ত রকম সতর্কতা মেনেই চলে শেষ শ্রদ্ধাজ্ঞাপন।
দুপুর ১টার কিছুটা সময় পর করোনা বিধি মেনে প্রয়াত নেতার দেহ রাজারি মার্গের বাসভবন থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। লোধি রোড শ্মশানে আচারবিধি মেনে পুজো পাঠ করে অন্ত্যেষ্টি হয়। পিপিই পরে আচারবিধি সারলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। গান স্যালুট দেওয়ার মধ্য দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণববাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।