অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারি|| প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা পিএসজি দ্বিতীয়ার্ধে করল আরো তিন গোল। তিনটি গোলই কিলিয়ান এমবাপ্পের। ফরাসি তারকা বছর শুরু করলেন হ্যাটট্রিকে। আর পিএসজির ২০২২ শুরু দারুণ এক জয়ে।
সোমবার ফ্রেঞ্চ কাপে চতুর্থ বিভাগের দল ভানেসের বিপক্ষে ৪-০ গোল জয় তুলে নেয় পিএসজি। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন প্রেসনেল কিম্পেম্বে। দ্বিতীয়ার্ধে ১৮ মিনিটের ব্যবধানে তিন গোল করেন এমবাপ্পে। সুবাদে পিএসজির হয়ে ১৫০ গোলের মাইলফলক পূরণ হয় ফরাসি তারকার। ১৯৬ ম্যাচে এই কীর্তি তার।
শেষ সাতটি ফ্রেঞ্চ কাপের ছয়টিতেই শিরোপা জিতেছে পিএসজি। ২০১৫ সাল থেকে খেলেছে প্রতিটি ফাইনালে।
করোনা পজিটিভ হওয়ায় লিওনেল মেসি এই ম্যাচে ছিলেন না।