অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি|| যুক্তরাষ্ট্র আফগানিস্তানের অর্থ জব্দ করে রাখার প্রতিবাদে দেশটির রাজধানী কাবুলে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
রবিবার হাজার হাজার আফগান বন্ধ করে দেওয়া মার্কিন দূতাবাসের কাছের কূটনৈতিক এলাকায় এ বিক্ষোভ প্রদর্শন করেন।
সিনহুয়া জানায়, এ সময় আফগানদের জব্দ অর্থ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
গত বছরের মধ্য আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে থাকা আফগানিস্তানের নয় বিলিয়ন ডলারের বেশি মূল্যের অর্থ জব্দের ঘোষণা দেয় মার্কিন কর্তৃপক্ষ।
এছাড়া বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিভিন্ন সহায়তা বন্ধ করায় আফগান অর্থনীতি কঠিন পরিস্থিতির মুখে পড়ে।
‘আমাদের জব্দ করা অর্থ হস্তান্তর করতে হবে’ এবং ‘আমাদেরকে আমাদের অর্থ দিয়ে দাও’- এমন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারী জেকরুল্লাহ বলেন, ‘আফগান জনগণ ও আমার বিশেষ দাবি হচ্ছে- আমাদের জব্দ রাখার অর্থের ছাড় পাওয়া। এটি আমাদের অধিকার। আমাদের অধিকার দিতে হবে। অন্যথায় আমরা বিক্ষোভ অব্যাহত রাখবো। ’
বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন। তারা বলেন, আফগান সম্পদের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন বিরোধী কাজ এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন।
এর দু’দিন আগে আফগান নারীদের একটি গ্রুপ রাজধানী কাবুলে একই দাবিতে বিক্ষোভ করেন।