অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।।সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই একই ভুল বিরাট কোহলির। খোঁচা মারতে গিয়ে আউট ভারতের টেস্ট অধিনায়ক। কোহলির এই আউট হওয়ার ধরন নিয়ে বেশ বিরক্ত দেশটির কিংবদন্তি সুনিল গাভাস্কার।
প্রথম ইনিংসে লুঙ্গি এনগিদিরর বলে কোহলি খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েছিলেন।
৩৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
বুধবার ম্যাচের চতুর্থ দিনেও সেই একই ভুল করে বসলেন কোহলি। লাঞ্চের পর মার্কো জেনসনের প্রথম বলেই আউট হয়ে যান কোহলি। অফ স্টাম্পের বাইরে যাওয়া বলকে অকারণে খোঁচা মারতে গিয়ে উইকেটকিপার কুইন্টন ডি’ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে করেন ১৮ রান।
কোহলি আউট হতেই ধারাভাষ্যে থাকা গাভাস্কারকে বলতে শোনা যায়, ‘লুজ শট’। এর পর তিনি আরো বলেন, ‘বলতেই হচ্ছে এটা লুজ শট। লাঞ্চের পরে প্রথম বলে সাধারণত ব্যাটসম্যানরা একটু ধাতস্থ হয়ে নেয়। টেস্টে ক্রিকেটে তো পা ভালোভাবে নড়াচড়া করার জন্যও সময় চাই!’
এখানে না থেমে গাভাস্কার বলতে থাকেন, ‘খেলার মাঝে যে কোনো বিরতি, সেটা চার-পাঁচ মিনিটের স্বল্প বিরতিও হতে পারে, তার পরেও ব্যাটসম্যান নিজেকে একটু গুছিয়ে নেয়।
কোহলি এত অভিজ্ঞ ব্যাটসম্যান! দ্রুত রান তুলতে হবে, যাতে তাড়াতাড়ি ডিক্লেয়ার করা যায়- এটা হয়তো ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। স্রেফ দেখো, কতটা দূরের বল ও চালাল। লাঞ্চের পরে ফার্স্ট বল- সহজেই ও ছেড়ে দিতে পারত!’