স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৯ ডিসেম্বর।। জম্পুই হিলের কমলা লেবুর চাষ বিগত বছরগুলোর তুলনায় খুবই কম হচ্ছে। আর যাই হচ্ছে তাও ছোট আকারের। জম্পুই হিলের কমলালেবু শীতকালীন বাজারগুলিতে না আসার কারণে যেমন দাম বেশি তেমনি চাহিদা কম।
এদিকে এক ফল ব্যবসায়ী জানান, জম্পুই হিলের কমলা বাজারে না আসাতে চড়া দামে বিক্রি করতে হচ্ছে। যে কমলা গুলি বাজারে বিক্রি করা হচ্ছে সেগুলি পার্শ্ববর্তী রাজ্য মিজুরাম এবং পাঞ্জাব রাজ্য থেকে আমদানি করতে হচ্ছে। আমদানিকৃত প্রতিটি কমলা লেবুর দাম যথাক্রমে বড় আকারের কমলালেবুর দাম ১৫ থেকে ১৬ টাকা এবং ছোট আকারের কমলা লেবুর দাম ৮ থেকে ৯ টাকা য় কিনতে হচ্ছে।
আমদানিকৃত বড় কমলালেবু কলি বাজারজাত করার পর প্রতি হালি ৮০ টাকায় থেকে ৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আর তার ফলে বাজারে কমলা লেবুর চাহিদা বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কম। ফল ব্যবসায়ীটি আরও জানান, জম্পুই হিলের কমলালেবুর বাগানে কমলা লেবুর গাছ গুলি বয়স হওয়াতে ফলন দিনের পর দিন কমে গেছে।
এই বয়স্ক গাছগুলিতে কমলা লেবু খুবই ছোট আকারের ফলন হচ্ছে। ফলের বিগত বছরে বাজারজাত করার পরেও খুবই কম দামে বিক্রি করতে হয়েছিল।এদিকে সংবাদে জানা যায়, জম্পুই হিলে কমলা বাগানের কমলা গাছ গুলি কেটে লাগানো হয়েছে সুপারি বাগান।
আর যার ফলে জম্পুই হিলের সৌন্দর্য দিনের পর দিন হারিয়ে যাওয়া তে পর্যটকদের ভিড় সেরকম আগের মতন নেই। তবে বলা বাহুল্য আগামী বছরগুলোতে জম্পুই হিলের কমলা পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ।