অনলাইন ডেস্ক, ২৯ডিসেম্বর।। দেশে ক্রমশ আতঙ্কে কারণ হয়ে উঠছে ওমিক্রন। সংক্রমণের শীর্ষে দিল্লি। সংক্রমণের সংখ্যা ২৪৮। এর পরেই মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ১৬৭। গুজরাট (৭৩), কেরল (৬৫), তেলেঙ্গনা (৬২), রাজস্থান (৪৬)। কর্নাটক (৩৪), তামিলনাড়ু (৩৪), হরিয়ানা(১২)।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১২৮। ইতিমধ্যেই ২১ টি রাজ্যে করোনা তার দাপট বাড়িয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৮১। এই পরিস্থিতিতে মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বিকেল ৪ টে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সকল কেন্দ্রীয় মন্ত্রীকেই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কড়া নির্দেশ দেওয়া হয়েছে বর্ষশেষের উদযাপনে মন্ত্রীরা যেন কোথাও না যান। সকলকেই বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে সংক্রমণ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলি কতটা প্রস্তুত, হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা সামগ্রী ও অক্সিজেন সরবরাহ বাড়ানো হয়েছে কিনা, সে সম্পর্কেও জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী।
আগামী বছরে উত্তর প্রদেশ, পঞ্জাবের মতো রাজ্যের বিধানসভা নির্বাচন।সেই নিয়ে আলোচনা হবে। সংক্রমণের সময় কিভাবে প্রচার হবে, সেই সম্পর্কে আলোচনা হওয়ার কথা। কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও স্বাস্থ্যমন্ত্রকের বিভিন্ন আধিকারিকরাও উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে।