অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।।দরজায় ঠোকা দিচ্ছে নতুন বছর। তার আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বর্ষসেরা সেরা একাদশ ঘোষণা করা হয়েছে।
আইএফএফএইচএস-এর সেরা দক্ষিণ আমেরিকান বর্ষসেরা একাদশে আছেন সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার।
তবে গোলরক্ষক হিসেবে জায়গা হয়নি অ্যালিসন বেকারের।
অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের হাতে গোলপোস্ট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
বছর শেষ হওয়ার আগে ৬১ গোলে অবদান রেখেছেন মেসি। ৪৩ গোলের পাশাপাশি করেছেন ১৮ অ্যাসিস্ট। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পাশাপাশি পিএসজিতে যোগ দেওয়ার আগে বার্সেলোনাকে কোপা দেল রেও জিতিয়েছেন তিনি।
এই বর্ষসেরা একাদশে আছেন পাঁচ আর্জেন্টাইন— মার্তিনেস, মেসি, রোমেরো, ডি পল ও লওতারো। অন্যদিকে কোপার রানার-আপ ব্রাজিলের আছেন চারজন— লুইস, মারকুইনহোস, নেইমার ও বারবোসা।
বাকি দু’জনের একজন চিলির ইসলা এবং কলম্বিয়ার দিয়াস। কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।
দ. আমেরিকান বর্ষসেরা একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)
ডিফেন্ডার: মাউরিসিও ইসলা (চিলি), ক্রিস্টিয়ানো রোমেরো (আর্জেন্টিনা), মারকুইনহোস (ব্রাজিল), ফিলিপে লুইস (ব্রাজিল)
মিডফিল্ডার: লিওনেল মেসি (আর্জেন্টিনা), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), লুইস দিয়াস (কলম্বিয়া)
ফরোয়ার্ড: নেইমার (ব্রাজিল), লওতারো মার্তিনেস (আর্জেন্টিনা), গ্যাব্রিয়েল বারবোসা (ব্রাজিল)
কোচ: লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)