স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ২৮ ডিসেম্বর।। আজ কাঞ্চনপুরের মনদিধা রিয়াং মেমোরিয়াল ট্রাইবেল রেস্ট হাউস এডিসির উত্তর জোন্যাল অফিস এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। মাঙ্গালিক প্রদীপ প্রজ্জ্বলন করেন এই অফিসের শুভ উদ্বোধন করেন মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিলেখ্য ও বন্দোবস্ত দপ্তরের নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কর্মসূচী দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা, এমডিসি উমাশঙ্কর দেববর্মা, এমডিসি সওদাগর কলই, এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, এমডিসি শৈলেন্দ্র নাথ, এমডিসি স্বপ্নারানী দাস, দক্ষিণ জোন্যালের চেয়ারম্যান তথা এমডিসি দেবজিৎ ত্রিপুরা, ধলাই জোন্যালের চেয়ারম্যান পরিতোষ দেববর্মা ।
এছাড়া উপস্থিত ছিলেন দশদা সাবজোন্যালের চেয়ারম্যান প্রনেন্ড রিয়াৎ, লালজুড়ি সাবজোন্যালের চেয়ারম্যান পার্থজয় রিয়াং, দামছড়া সাবজোন্যালের চেয়ারম্যান তসিরাম রিয়াং, ভাংমুন সাবজোন্যালের চেয়ারম্যান জিরসা লিয়ানা রিয়াং, নোয়াগাঙ সারজোন্যালের চেয়ারম্যান মুকামলাল হালাম। সভাপতিত্ব উত্তর জোন্যালের চেয়ারপার্সন দীপালি রিয়াং।
স্বাগত ভাষণ রাখেন উত্তর জোন্যালের জোন্যাল আধিকারিক প্রবীর কুমার মলসই। উল্লেখ্য এই জোন্যালে ৫টি সাবজোন্যাল ও ৬০টি ভিলেজ কমিটি রয়েছে।উদ্বোধনী ভাষণে মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া বলেন প্রত্যন্ত এলাকার জনগণের উন্নয়নের লক্ষ্যেই এই অফিস করার প্রধান লক্ষ্য।
তিনি জানান এই জোন্যাল ৫টি সাবজোন্যাল ও ৬০টি ভিলেজ কমিটি রয়েছে । কিছু দিন পর লালজুড়ি নতুন সাবজোন্যাল অফিস শুভ উদ্বোধন করা হবে বলে তিনি জানান। এডিসিতে ক্ষমতা আসার পর উন্নয়নের কাজ এগিয়ে চলছে। প্রধান অতিথির ভাষণে ভূমিলেখ্য ও বন্দোবস্ত দপ্তরের নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং জনগণের কল্যানের স্বার্থেই এই অফিস করা প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন।
উন্নয়ন কাজে সকলকে সহযোগিতা করতে শ্রীরিয়াং আহ্বান রাখেন।বিশেষ অতিথির ভাষণে ক্রীড়া ও যুব কর্মসূচী দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা বলেন এলাকার জন্য অফিস করা হয়েছে। একে রক্ষা করতে সকলই দায়িত্ব নিতে হবে। বুবাগ্রার নেতৃত্বে গ্রামীণ এলাকার উন্নয়নে বর্তমান এডিসি প্রশাসন এগিয়ে চলছে। এই অনুসঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমডিসি উমাশঙ্কর দেববর্মা, এমডিসি সওদাগর কলই ও এমডিসি শৈলেন্দ্ৰ নাথ।