অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। ওমিক্রনের রক্তচক্ষুতে আগেই দিল্লিতে বড়দিন এবং বর্ষবরণের জমায়তে ওপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। এবার জারি করা হল হলুদ সতর্কতা। দিল্লি সরকার আজ মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করেছে।
এই নয়া নির্দেশিকায় বলা হয়েছে
১ দিল্লির সমস্ত বেসরকারি অফিসে ৫০% কর্মী নিয়ে কাজ করতে হবে
২ রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু
৩ কোন বিয়েবাড়িতে ৫০% এর বেশি আমন্ত্রিত থাকতে পারবেননা
৪ জোড়, বিজোড়ের ভিত্তিতে শপিং মল ও দোকানগুলি খোলা রাখতে হবে।
৫ সকাল ১০টা থেকে ৮ টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল , দোকানগুলি
৬ ফের বন্ধ হচ্ছে স্কুল, কলেজ
৭ বন্ধ করা হবে মাল্টিপ্লেক্স, জিম, বার
৮। রেস্তোরাঁ, বার রাত ১০টা পর্যন্ত সীমিতভাবে চালানো যাবে।
৯ পার্লার, সেলুন খোলা থাকলেও বন্ধ হচ্ছে স্পা
১০ রাজনৈতিক, ধর্মীয় ও উৎসব সংক্রান্ত কোনও জমায়েত করা যাবে না
উল্লেখ্য দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছে ৩৩১ জন । এরপরেই তড়িঘড়ি জারি করা হল নয়া নির্দেশিকা। দিল্লিতে গত ৬ মাসের মধ্যে এটাই এক দিনে সর্বোচ্চ সংক্রমণ।ওমিক্রন সংক্রমণ বেড়ে ২৫থেকে ৩০ শতাংশে চলে গেছে।যা দুই থেকে তিন শতাংশ ছিল।
সংক্রমণ যাতে লাগামের বাইরে না চলে যায় তার জন্য এই হলুদ সতর্কতা জারি করা হল বলে জানানো হয়েছে। করোনার পাশাপাশি এবার তার দোসর হিসেবে যুক্ত হয়েছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন।