স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আজ বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত এক মহড়া অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভূমিকম্প পরবর্তী ত্রাণ ও উদ্ধার কাজের বিষয়ে এই মহড়ার আয়োজন করা হয়।
এসডিআরএফ, এনডিআরএফ, অগ্নি নির্বাপন, সিভিল ডিফেন্স, এনসিসি, বিদ্যুৎ দপ্তর, আগরতলা পুরনিগম, পূর্ত দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা উদ্ধার কাজের উপর নানা ধরনের মহড়ায় অংশগ্রহণ করেন।
পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, বিপর্যয়ের আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই মহড়া সংগঠিত হয়।
রাজ্যে জেলা, মহকুমাস্তরে ও আগাম প্রস্তুতির লক্ষ্যে এই ধরনের মহড়া নিয়মিত সংগঠিত হয়। এছাড়াও মহড়ায় উপস্থিত ছিলেন প্রধান সচিব পুনিত আগরওয়াল, অতিরিক্ত জেলাশাসক অসীম সাহা, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা।