অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। প্রথমার্ধের ৪-০ গোলের লিড ম্যানচেস্টার সিটির। মনে হচ্ছিল লেস্টার সিটির বিপক্ষে এক তফরাভাবেই ম্যাচ জিতে যাবে পেপ গার্দিওলার দল। কিন্তু দ্বিতীয়ার্ধে উপচে পড়া রোমাঞ্চ! লেস্টার মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল আদায় করে ফেলে। অবশ্য শেষ পর্যন্ত ইতিহাদে সিটিই হেসেছে শেষ হাসি।
রবিবার ঘরের মঠে নয় গোলের রোমাঞ্চকর ম্যাচটায় ৬-৩ ব্যবধানে জয় সিটির। প্রিমিয়ার লিগে এটি তাদের টানা নবম জয়। সুবাদে টেবিল টপাররা দ্বিতীয় স্থানে থাকা লিভারপুরের সঙ্গে ব্যবধান নিয়ে গেল ৬-এ।
১৯ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট সিটির। লিভারপুল এক ম্যাচ কম খেলেছে। ১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট তাদের। এই রাউন্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুরের ম্যাচটি স্থগিত হয়েছে, লিডস দলে করোনার হানায়।
ম্যানচেস্টারের হয়ে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডে ব্রুইনে, রিয়াদ মাহরেজ, ইলকাই গিনদোয়ান ও এমেরিক লাপোর্ত।
লেস্টারের পক্ষে গোলগুলো করেন- ম্যাডিসন, আদেমোলা লুকমান ও কেলাচি ইহেনাচো।