স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩১ আগস্ট।। অজগর সাপের শাবক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামে। রবিবার রাত প্রায় এগারোটা নাগাদ সাপটি উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামের বাসিন্দা কিশোর দেব। পেশায় এস পি ও।
রবিবার রাতের খাবার সেরে রান্নাঘরের পেছনে দরজা বন্ধ করতে গিয়ে তিনি দেখতে পান দরজার উপরের দিকে একটি সাপ। সঙ্গে সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যদের ডাকেন। তখন দেখা যায় একটি অজগর সাপের শাবক দরজার উপরে বসে রয়েছে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বনদপ্তরে কর্মীদের। ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা।
বন দপ্তরের কর্মীরা অজগর সাপের শাবকটিকে উদ্ধার করে। ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের এই বিষয়ে অবগত করা হবে। পরবর্তীতে অজগর সাপের শাবকটিকে সিপাহীজলা অভয়ারণ্য অথবা গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।