Celebration: জীবনে সফলতার জন্য দরকার সঠিক পরিকল্পনা, যীশুর জন্মদিনে বলেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ ডিসেম্বর।। শাস্তিই সমৃদ্ধি ও উন্নতি আনতে পারে। পবিত্র বড়দিনে শান্তির বার্তা জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরার ঘরে ঘরে পৌঁছে যাক। আজ সদর মহকুমার মরিয়মনগরের শান্তি রাণী ক্যাথলিক চার্চে ভগবান যীশুর জন্মদিনে বড়দিনের কেক কেটে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, ভালো কাজের মধ্য দিয়ে সহজেই সংযোগ তৈরী হয়।

 

ইতিবাচক চিন্তাভাবনা করলেই জীবন সুন্দর হয়। জীবনে সফলতার জন্য দরকার সঠিক পরিকল্পনা। মরিয়মনগরের শাস্তি রাণী ক্যাথলিক চার্চে বড়দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২১ জানুয়ারি রাজ্যে পূর্ণ রাজ্য দিবসের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে।

 

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের সাথে সাথে ত্রিপুরায় পূর্ণ রাজ্যের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। পূর্ণ রাজ্য দিবসের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানেই ভিশন-২০৪৭’র রূপরেখা তুলে ধরা হবে। ২০২২ থেকে ২০৪৭ সাল পর্যন্ত রাজ্যের আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাতে রাজ্যে কি কি উন্নয়ন কর্মসূচি রূপায়িত হবে তা এই রূপরেখাতে থাকবে।

 

তিনি বলেন, প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান শ্রেষ্ঠ হয়ে গড়ে উঠবে। অভিভাবকদের স্বপ্নকে বাস্তবায়িত করতেই আগামী ২৫ বছরের কর্মপরিকল্পনা নিয়েই ভিশন-২০৪৭’র রূপরেখা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো দিশাতেই রাজ্য সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে।

 

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বিকাশে কৃষিক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে কৃষকদের প্রভূত উন্নতি হয়েছে। রাজ্যে কৃষকদের আয় বেড়েছে। ২০১৭-১৮ সালে কৃষকদের মাসিক আয় ছিল ৬৫৮০ টাকা। ২০২০-২১ সালে কৃষকের আয় বেড়ে হয়েছে ১১,০৯৩ টাকা।

 

কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থকে ধান ক্রয় করছে। চলতি বছরেও সরকার কৃষকদের কাছ থেকে ২০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করবে। প্রতি কেজি ধানের জন্য কৃষকরা পাবেন ১৯ টাকা ১৮ পয়সা। রাজ্যের প্রায় ২.৩৫ লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনা হয়েছে।

 

এই যোজনায় কৃষকগণ বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন। রাজ্যের জাতি জনজাতি অংশের জনগণের উৎপাদিত আনারস বিদেশে রপ্তানি হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরা থেকে প্রায় ১২১ কোটি টাকার বিভিন্ন ধরণের পণ্য রপ্তানি হচ্ছে। রাজ্য সরকার সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়নে কাজ করছে।

 

প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৪ জানুয়ারি আগরতলায় মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, করোনা অতিমারীর প্রভাব এখনো শেষ হয়ে যায়নি।

 

ওমিরুন নামে নতুন রূপে করোনা বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। সৌভাগ্যের কথা আমাদের রজ্যে এখনও ওমিক্রন সংক্রমণের ঘটনা ঘটেনি। তবে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। শ্রীচক্রবর্তী সকলকে করোনার বিধিনিষেধ পালন করে চলার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদক নিতি দেব। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন মরিয়মনগর শান্তি রাণী ক্যাথলিক চার্চের ফাদার লিনাস। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন অরুন্ধুতীনগরস্থিত ইউনিয়ন ব্যাপটিস্ট চার্চেও বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?