স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৫ ডিসেম্বর।। মণিপুরী সম্প্রদায়ের আর্থসামাজিক মান উন্নয়ন এবং কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সরকার উদ্যোগ নেবে। রাজ্যের বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশের দিশাতেই কাজ করছে।
গতকাল চড়িলাম ব্লকের ব্রজপুর গ্রামপঞ্চায়েতের ঢাকারবাড়ি নাট মন্দিরে ঢাকারবাড়ি মণিপুরী সম্প্রদায়ের এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। অনুষ্ঠানে মণিপুরী সম্প্রদায়ের চিরাচরিত বাদ্যযন্ত্র বাদন ও নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের প্রতিটি অংশের মানুষের বিকাশে সরকার কাজ করছে। একটি সম্প্রদায়কে পেছনে ফেলে রাজ্যের সার্বিক বিকাশ সম্ভব নয়। তিনি বলেন, মণিপুরীদের কৃষ্টি ও সংস্কৃতির একটা ঐতিহ্য রয়েছে। যে ঐতিহ্য ভারতীয় সংস্কৃতির পরম্পরার সাথে যুক্ত।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী মণিপুরী সমাজের প্রবীণ মানুষের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রজপুর গ্রামপঞ্চায়েতের প্রধান মিঠুন দেবনাথ, সমাজসেবী গোপাল দেবনাথ ও সমাজসেবী রাজকুমার দেবনাথ।