অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। গলায় খাবার আটকে মর্মান্তিক ভাবে প্রাণ হারাল একটি জিরাফ। গুয়াহাটি চিড়িয়াখানায় এই ঘটনাটি ঘটেছে।
বৃহস্পতিবার বেশি রাতের দিকে এই ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে আসেনি।জানা যাচ্ছে বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ জিরাফদের ঘাস খেতে দেওয়া হয়। রেলিংয়ের ফাঁক দিয়ে সেই ঘাস খেতে গিয়েই গলায় আটকে যায় স্ত্রী জিরাফটির। কিছুক্ষণের মধ্যেই শ্বাষরোধ হয়ে মৃত্যু হয় জিরাফটির।
জানা যাচ্ছে পশু বিনিময় চুক্তির মধ্যে দিয়ে স্ত্রী জিরাফ রঙ্গিলি কে আনা হয়। বিহারের একটি চিড়িয়াখানার সঙ্গে এই বিনিময় চুক্তি হয়।
স্ত্রী জিরাফ রঙ্গিলির সঙ্গে আনা হয় পুরুষ জিরাফ কুলানন্দকেও। যদিও স্ত্রী জিরাফটির মৃত্যু নিয়ে মুখ খুলতে চায়নি গুয়াহাটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
তাদের বক্তব্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়।শুক্রবার রঙ্গিলার দেহের ময়নাতদন্ত হয়েছে। আপতত চিড়িয়াখানা কর্তৃপক্ষ অপেক্ষা করছেন ময়নাতদন্তের রিপোর্টের জন্য। যদিও পশু অধিকার রক্ষা সংগঠনগুলির মতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলাই এই মৃত্যুর কারণ বলে দাবি করা হচ্ছে।
নভেম্বরে লখনউ চিড়িয়াখানাতে এক জেব্রার মৃত্যু হয়েছিল। ইজরায়েল থেকে তিনটি জেব্রাকে উত্তরপ্রদেশের চিড়িয়াখানাতে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যেই একটি জেব্রাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা গিয়েছিল। জানা গিয়েছিল, সেটি হঠাৎই অস্থির হয়ে পড়েছিল। তারপরেই তার মৃত্যু হয়।