স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৩১ আগস্ট।।গন্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর এলাকার শিক্ষক সুখরঞ্জন চাকমা বেশ কিছুদিন ধরে জ্বর নিয়ে বাড়িতে ছিলেন। স্বাস্থ্য দপ্তরের এক নিকট আত্মিয়ের পরামর্শে শনিবার গন্ডাছড়া মহকুমা হাসপাতালে তার করোনা টেস্ট করা হয়। রিপোর্টে পজেটিভ আসায় তাকে বিকালে আমবাসা কোভিড সেন্টারে পাঠানো হয়। জানা যায়, বাড়িতেই তার শ্বাসকষ্ট হচ্ছিল।
আমবাসা যাওয়ার পর তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল এবং কিছুটা সুস্থ হয়ে রাত্রির খাবারও তিনি খেয়েছিলেন । কোভিড সেন্টারে কর্তব্যরত চিকিৎসক তার শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখে তাকে জি বি-তে পাঠানোর পরামর্শ দেন। যদিও ওই শিক্ষক জিবি তে যাওয়ার জন্য অনিচ্ছা প্রকাশ করেছিলেন বলে কভিড সেন্টারে সূত্রের খবর। উন্নত চিকিৎসার জন্য আগরতলায় তাকে পাঠানো হয়।
পরিবারের লোকজনদের অভিযোগ, জি বি তে যাওয়ার পর সম্পূর্ণ বিনা চিকিৎসায় রবিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুর আগে ওই শিক্ষক টেলিফোনের মাধ্যমে তার পরিবারকে সমস্ত সমস্যার কথা জানিয়েছিলেন । ১০৩২৩ এর এই শিক্ষকের অকাল মৃত্যুতে গন্ডাছড়া মহকুমা জুড়ে এবং শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।