স্টাফ রিপোর্টার, বাগবাসা, ৩১ আগস্ট।। গ্রাম্য রাস্তা নিয়ে বিবাদের জেরে হত্যা, সন্দেহ। ঘটনা উত্তরের বাগবাসা ফাঁড়ি এলাকার উত্তর গঙ্গানগর তিন নং ওয়ার্ডে। ঘটনার বিবরনে জানা গেছে রবিবার রাতে অজয় নাথ (৩০) নামের এক ব্যক্তি কে নির্জন এলাকায় বাড়ি থেকে কিছুটা দুরে পরে থাকতে দেখে স্থানীয়রা।
খবর দেওয়া হয় তার বাড়িতে, পরিবারের লোকজনেরা ঘটনা স্থলে পৌঁছে দেখেতে পায় অজয় নাথের মাথায় আঘাতের চিনহ রয়েছে এবং সে নির্জন একটি রাস্তায় পরে আছে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এবং পুলিশ কে। সেখান থেকে অজয় নাথ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা গেছে ,অজয় নাথের সাথে প্রতিবেশী ২-৪ জন এর সাথে বিবাদ ছিল,বিবাদের কারন একটি রাস্তা, রাস্তার দুধারে দুটি পুকুর। জল জমা নিয়ে প্রতিবেশী দের সাথে ছিল বিবাদ। প্রাণ নাশের হুমকি ও দিয়েছিলো তারা। পঞ্চায়েতের দারস্থ ও হয়েছিল অজয় নাথ। তারা না কি তাদের সাবধানে থাকতে বলেছিল বলে জানিয়েছে অজয় নাথের পিশি ।
তারপরেই রবিবার রাতে ৮টা নাগাদ অজয় নাথে মৃতদেহ উদ্দার হওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয় সংশ্লীষ্ট এলাকায়। গ্রাম প্রধান বিবাদের কথা স্বীকার করেছেন । তবে পুলিশ এখনো ধন্দে আছে। মৃতদেহের মাথায় আঘাত এর চিহ্ন রয়েছে।থানায় একটি মামলা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে তবে পুলিশ মুখ খুলতে নারাজ।ময়না তদন্তের পরই কি ভাবে মৃত্যু হয়ছে অজয় নাথ নামের এই যুবকের তা বেড়িয়ে আসবে।