অনলাইন ডেস্ক, ২২ ডিসেম্বর|| চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে তৃতীয় হয়েছে ভারত।
ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার ৪-৩ গোলে জয় তুলে নিয়ে আসরে ব্রোঞ্জ পদক জিতে এশিয়ান হকির পরাশক্তি দলটি।
ফেভারিট হিসেবে এই আসর শুরু করেছিল ভারত। তবে সেমিফাইনালে জাপানের কাছে ৫-৩ গোলে হেরে ছিটকে যেতে হয় শিরোপার লড়াই থেকে।
পাকিস্তানকে ৬-৫ গোলে হারায় দক্ষিণ কোরিয়া।
ভারত ও পাকিস্তান গত আসরের চ্যাম্পিয়ন। সেই দুই দলকে এবার খেলতে হলো তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ।
ভারত এদিন শুরুতেই এগিয়ে যায় হারমানপ্রিত সিংয়ের গোলে। তবে পাকিস্তান সমতায় ফিরতে সময় নেয়নি। ১০ মিনিটে গোল করেন আফরাজ।
৩৩ মিনিটে আব্দুল রানার গোলে ২-১ এ লিড নেয় পাকিস্তান। ৪৫ মিনিটে সুমিত ভারতে সমতা এনে দেন। ৫৩ মিনিটে বরুণ কুমার গোল করলে ভারত এগিয়ে যায় ৩-২ এ।
৫৭ মিনিটে আকাশদ্বীপ সিং ব্যবধান ৪-২ করেন। পাকিস্তানের পক্ষে ৫৭ মিনিটে নাদিম গোল করলেও ভারতের জয় রুখতে পারেননি।
আসরে পাকিস্তানের বিপক্ষে ভারতের এটি দ্বিতীয় জয়। এর আগে রাউন্ড রবিন লিগে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছিল ভারত।
একই দিন ফাইনালে লড়বে জাপান ও দক্ষিণ কোরিয়া।