অনলাইন ডেস্ক, ২২ ডিসেম্বর|| টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন মার্নাস লাবুশানে। টি-টোয়েন্টিতে সিংহাসন পুনরুদ্ধার করেছেন বাবর আজম।
প্রথমবারের মতো টেস্টে র্যাঙ্কিংয়ের ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠলেন লাবুশানে। চলমান অ্যাশেজে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন অস্ট্রেলিয়ার এই মিডল-অর্ডার ব্যাটার।
ক্যারিয়ার সেরা ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে সিংহাসনে বসেছেন লাবুশানে। অজি তারকাকে জায়গা ছেড়ে দিয়ে দুইয়ে নেমে গেছেন জো রুট। ইংলিশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৮৯৭।
অ্যাশেজ সিরিজ শুরুর আগে চার নম্বরে ছিলেন লাবুশানে। এরপর ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার জয়ে ৭৪ রান করে দুই ধাপ এগোন তিনি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৫১।
অ্যাডিলেড টেস্টে ৮০ রানে ৬ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকেছেন লাবুশানের সতীর্থ মিচেল স্টার্ক। ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া ব্যাট হাতে দুই ইনিংসে ৩৯* ও ১৯ রানের ইনিংস খেলে টেস্ট অলরাউন্ডাদের র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে বসেছেন স্টার্ক।
এদিকে, ব্যাটারদের শীর্ষস্থান হারালেও রুট টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা রেটিংয়ে দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১০ নম্বরে। অ্যাডিলেডে ৮৬ রানের পাশাপাশি ৩ উইকেট নেন তিনি।
ব্যাটারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক সপ্তাহের মধ্যে সিংহাসন পুনরুদ্ধার করেছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুই ম্যাচে ০ ও ৭ রানে আউট হওয়ায় শীর্ষস্থান হারান পাকিস্তানি অধিনায়ক। নেমে যান ৩ নম্বরে। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পথে শেষ টি-টোয়েন্টিতে ৭৯ রানের ইনিংস খেলে ডেভিড মালানকে টপকে সিংহাসন দখল করলেন বাবর।
চলতি বছরে দারুণ সময় কাটানো তার ওপেনিং সঙ্গী মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৭৯৮ রেটিং নিয়ে জায়গা করে নিয়েছেন তিনে।