অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। “মেয়ের শুধু মাতৃগর্ভ আর কবরে সুরক্ষিত। স্কুলও সুরক্ষিত জায়গা নয়। শিক্ষকদেরও বিশ্বাস করা যায় না।” ঠিক এই ভাষাতেই সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছে চেন্নাইয়ের এক স্কুল ছাত্রী। প্রকাশ্যে আসার পর থেকেই সুইসাইড নোটের বয়ান নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
আত্মহননের পথ বেছে নেওয়া ওই নাবালিকা আরও লিখেছে, “ছোট থেকেই বাবা-মায়েদের শেখানো উচিত মেয়েদের সঙ্গে কেমন আচরণ করতে হয়।” চিঠির শেষে নাবালিকা লেখে, “যৌন নির্যাতন বন্ধ হোক”, “আমি যেন বিচার পাই”।
মনোবিদদের মতে নিজের যন্ত্রণার কথা উগরে দিয়েছে ওই কিশোরী। সন্তানের আচারব্যবহারে সামান্য পরিবর্তন এলেও সেটা দেখা উচিৎ অভিভাবকদের। অভিভাবকরা খেয়াল রাখলে একটা মেধাবী ছাত্রীকে হয়ত অকালে চলে যেতে হতনা।
শনিবার নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় চেন্নাইয়ের এই স্কুলছাত্রী। নাবালিকার মা বাজার থেকে ফিরে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন।
মৃত স্কুল ছাত্রীর সুইসাইড নোটে ভয়ঙ্কর যন্ত্রণা ও বিষাদের অভিজ্ঞতার কথা থাকলেও তার পরিবার সে কথা জানত না বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে একজনকে।পকসো আইনে শুরু হয়েছে মামলা।