অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবার এবং তাঁর আইনজীবীকে প্রাণে মারার অভিযোগ ছিল প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেনেগারের বিরুদ্ধে। সোমবার এই বিজেপি নেতাকে মুক্তি দিল দিল্লি কোর্ট। এদিন আদালত জানায়, নির্যাতিতার পরিবার ও তাঁর আইনজীবী পথ দুর্ঘটনায় নিহত হন। তাঁদের খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই সেনেগার-সহ ৬ জনকে মুক্তি দেওয়া হল।
অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক রবীন্দ্র কুমার পাণ্ডে সেনেগার-সহ ৬ জনকে খুনের অভিযোগ মুক্তি থেকে দেয় ।এই অভিযুক্তরা হল – কোমল সিং, অরুণ সিং, জ্ঞানেন্দ্র সিং, রিঙ্কু সিং এবং আদেশ সিং। আদালত বলেছে, প্রাথমিক ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি । শুধু তাই নয়, আদালত এও জানায়, অপরাধমূলক ষড়যন্ত্রেরও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে অভিযোগকারী এবং তাঁর পরিবারের সদস্যদের বয়ান আদালতে রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ জুলাই নির্যাতিতার আত্মীয় এবং আইনজীবীর মৃত্যু হয় গাড়ি দুর্ঘটনায়। রায়বেরেলি জেলায় ট্রাকের ধাক্কায় নিহত হন দু’জন।নির্যাতিতাও সেদিন আহত হন। তারপর তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দিল্লিতে। সেনেগার সহ বাকি অভিযুক্তদের আদালত মুক্তি দিলেও আদালত এদিন ট্রাকের চালকের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে। আশিস কুমার পাল নামে ওই চালকের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা হয়েছে। সেনেগারের তিন সহযোগীর বিরুদ্ধেও একই ধারায় মামলা হয়েছে।
প্রসঙ্গত, নির্যাতিতা এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে সিবিআই তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের প্রেক্ষিতে এদিন আদালত জানায়, “প্রত্যক্ষ কোনও হুমকি দেওয়ার প্রমাণ মেলেনি তদন্তে। শুধুমাত্র অভিযোগকারী, নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবারের বয়ানের ভিত্তিতে তদন্ত হয়েছিল। কিন্তু কোনও প্রমাণ পাওয়া যায়নি।”