স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ ডিসেম্বর।। খানিকটা দেরিতে হলেও বেশ জাকিয়ে পড়েছে শীত। একদিকে হিম হাওয়া আর অন্যদিকে ঘন কুয়াশার অবস্থান, সবমিলিয়ে বলা চলে একটা শীতল মনোরম প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া রাজ্যের সর্বত্র। সেই যুগ যুগ ধরেই শীতের দাপট থেকে মুক্ত হতে মানুষ আগুনের পরশ নিয়ে থাকেন । এ বছরও তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন অলিতে গলিতে এই ছবি আমরা দেখতে পাই, যেখানে আট থেকে আশি সবাই শীত কাটাতে একটু আগুনের কাছে নিজেকে উষ্ণ রাখার প্রয়াস করছে।
তীব্র এবং কনকনে শীতের আবহের মধ্যে আগুনের আঁচ নেওয়ার মজাটাই অন্যরকম, আর এই আমেজের ফল সুগভীর তৃপ্তির। প্রায় সর্বত্রই এরকম ছবি প্রায়শই দেখা যায়। শীত মৌসুমের শুরু থেকেই রোজ রাতে তেলিয়ামুড়াতে দেখা গেছে একদম শ্রমজীবী মানুষ সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর রাস্তার পাশে আগুন জ্বালিয়ে সম্মিলিতভাবে আগুনের পরশ উপভোগ করছেন, আর এই কনকনে হাওয়া যুক্ত পরিবেশটা উপভোগ করছেন। এই ঘটনাটা সত্যিই আবার প্রমাণ করে আমরা যতই উন্নত হই না কেন, আমরা যতই আধুনিক হইনা কেন গতানুগতিক ধারাকে আমরা কখনোই পেছনে ফেলতে পারি না। তার প্রকৃষ্ট উদাহরণ এই আধুনিক যুগেও আগুনের আঁচ নেওয়ার ছবি থেকে দৃশ্যত হচ্ছে।