অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’র আঘাতে এখন পর্যন্ত ৩৭৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এখনো নিখোঁজ ৫৬ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির স্থানীয় পুলিশের তথ্য অনুসারে, শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে অন্তত ৫০০ জন আহত হয়েছেন। প্রায় চার লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন।
গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টাইফুন ‘রাই’ আঘাত হানে। ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।
উদ্ধারকারীরা বলছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপদ্রুত এলাকা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাপ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন বলেন, এমন কিছু এলাকা আছে, যেগুলো দেখে মনে হয়, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ানক বোমা হামলা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোয় ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ‘রাই’কে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে অভিহিত করা হচ্ছে।
রাইয়ের ভয়াবহতা ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা শক্তিশালী টাইফুন ‘হাইয়ান’র কথা মনে করিয়ে দিচ্ছে। ‘হাইয়ান’র আঘাতে ৭ হাজার ৩শ’র বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ফিলিপাইন। দেশটিতে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে।