অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। ম্যাচ বাঁচাতে হলে পুরোদিন ব্যাট করতে হতো ইংল্যান্ডকে। যে শঙ্কা নিয়ে অ্যাডিলেডে দিবারাত্রি টেস্টের চতুর্থদিন শেষ করেছিল ইংলিশরা, পঞ্চম ও শেষদিনে তাই সত্যি হলো।
অ্যাশেজের গোলাপি বলের দ্বিতীয় টেস্ট ২৭৫ রানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে পাঁচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
এর আগে ব্রিসবেনে প্রথম টেস্ট ৯ উইকেটে জিতেছিল অজিরা।
অস্ট্রেলিয়ার দেওয়া ৪৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এর আগে সফরকারীরা প্রথম ইনিংসে করে ২৩৬ রান।
৯ উইকেটে ৪৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩০ রান করে ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় তারা।
চতুর্থদিনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিন শেষ হওয়ার আগে ৮২ রান জমা করতেই ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। ম্যাচ বাঁচাতে হলে সারাদিন ব্যাট করতে হতো সফরকারীদের।
কিন্তু অজি বোলারদের চোখ রাঙানিতে ঠিকই পুড়ল ইংলিশরা।
মাটি কামড়ে পড়ে থেকেও ম্যাচ বাঁচাতে পারেননি বেন স্টোকস (৭৭ বলে ১২ রান), উইকেটরক্ষক জস বাটলার (২০৭ বলে ২৬ রান) ও ক্রিস ওকস (৯৭ বলে ৪৪ রান)।
অ্যাডিলেড টেস্টে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন ঝাই রিচার্ডসন। টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন এই পেসার। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটির সুবাদে ম্যাচ সেরা হয়েছেন মার্নাস লাবুশানে।