অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। ড্র হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও টটেনহ্যামের মধ্যকার ম্যাচটি। রোমাঞ্চ, উত্তেজনা সবই ছিল লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে। শুরুতে পিছিয়ে পড়লেও সেই গোল পরিশোধ করে এগিয়েও যায় লিভারপুর। তবে টটেনহ্যামও সমতায় ফিরতে সময় নেয়নি। শেষ পর্যন্ত ২-২ ড্র হয় ম্যাচটি।
রবার্টসন লাল কার্ড দেখায় শেষ দিকে একজন কম নিয়ে খেলেছে লিভারপুল।
ম্যাচের ১৩ মিনিটে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ৩৫ মিনিটে দিয়োগো জোটা লিভারপুলকে সমতা এনে দেন। ৬৯ মিনিটে রবার্টসনের গোলে লিড নেয় অতিথিরা। পাঁচ মিনিট পরই সন হিউং-মিনের গোলে সমতায় ফিরে টটেনহ্যাম।
৭৭ মিনিটে রবার্টসন লাল কার্ড দেখেন টটেনহ্যামের ডিফেন্ডার এমেরসনকে ফাউল করে।
এই ড্রয়ের ফলে আন্তোনিও কন্তে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অপরাজিতই থাকল টটেনহ্যাম। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে তারা।
করোনার হানায় দলটির সবশেষ দুটি লিগ ম্যাচ (সবমিলে তিনটি ম্যাচ) স্থগিত হয়।
লিভারপুল ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে। দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৪৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ‘বড়দিনে’ যাদের শীর্ষে থাকা নিশ্চিত।