অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারীর ধ্বংসযজ্ঞের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল নিউ ইয়র্ক। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের হানায় ফের সেই দুঃস্বপ্ন ফিরে আসার আশঙ্কা বাড়ছে। ব্রুকলিনের রেস্তোরাঁগুলো ধারাবাহিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রগুলোতে রোগীদের লাইনগুলো দিনে দিনে ফুলে-ফেঁপে উঠছে।
নিউইয়র্ক রাজ্যে শনিবার প্রায় ২২ হাজার মানুষের করোনা ধরা পড়েছে। যা টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড।
ব্রুকলিনের গ্রিনপয়েন্ট পাড়ায় এক ডজনেরও বেশি বার এবং রেস্তোঁরা তাদের কর্মী এবং পৃষ্ঠপোষকদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
জনপ্রিয় ম্যাককারেন পার্কের কাছে প্রায় ৩০ জন লোক দ্রুত করোনা পরীক্ষা করানোর একটি মেডিকেল ভ্যানের পাশে লাইন ধরেছে।
ম্যানহাটনের ৩০ রকফেলার প্লাজায়, জনপ্রিয় স্কেচ টেলিভিশন শো ‘স্যাটারডে নাইট লাইভ’ ঘোষণা করেছে যে, তারা সরাসরি দর্শকদের সামনে চিত্রধারন করবেনা এবং সীমিত সংখ্যক শিল্পী ও কলাকুশলী নিয়ে কাজ করবে। এর বাদ্যযন্ত্র অতিথি চার্লি এক্সসিএক্স বলেছেন, তিনি আর পারফর্ম করবেন না।
ফিনান্স বিভাগে কাজ করা ব্রুকলিনের ২৭ বছর বয়সী বাসিন্দা স্পেন্সার রেইটার বলেন, ‘এই পরিস্থিতি ২০২০ সালের মার্চ মাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছে’। তিনি এবং তার বন্ধু কেটি কনলি তাদের অন্য বন্ধুদের করোনা হওয়ার পর নিজেরাও করোনা পরীক্ষা করাতে এসেছেন।
স্পেন্সার রেইটার বলেন, ‘এই লাইনগুলো দেখে মনে হচ্ছে আমরা করোনা মহামারীর শুরুর সময়ে ফিরে গেছি’। কনোলি একমত হয়ে বললেন, ‘পরিস্থিতি অবশ্যই ভয়ঙ্কর’।